বার্সেলোনায় ভ্যান চালিয়ে সন্ত্রাসী হামলায় নিহত ১৩
ইন্টারন্যাশনাল ডেস্কঃ
বার্সেলোনার রামব্লাস পর্যটক সমাগম এলাকায় মানুষের ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত ও ২০জন আহত হয়েছে।
স্পেনের পুলিশ টুইটারে ঘটনাটিকে বড় ধরনের ধ্বংসাত্মক ঘটনা বলে বর্ণনা করেছে।
ঘটনাস্থল থেকে পাওয়া খবরে জরুরি সেবা কর্মীরা প্লাসা ক্যাটালুনিয়ার আশেপাশের এলাকা থেকে দূরে সরে থাকার আহ্বান জানিয়েছে।
ঘটনাস্থল থেকে পাওয়া খবরে লোকজন কাছাকাছি দোকান এবং ক্যাফেগুলোতে আশ্রয় নিচ্ছে এবং স্থানীয় মেট্রো ও ট্রেন স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
বার্সেলোনার স্থানীয় ২০ বছর বয়সী এক যুবক বিবিসিকে বলেছেন, অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রত্যেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। এখানে অনেক মানুষ আছে। অনেক পরিবার আছে। এ এলাকাটিই বার্সেলোনার সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান।
ঘটনাটির বিস্তারিত এখনও পরিষ্কার জানা যায়নি। তবে গাড়িটি মানুষজনকে আক্রমণ করার জন্যই ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যেমন হামলা এর আগে গত বছর জুলাইয়েও হয়েছে ইউরোপজুড়ে।