হাসপাতাল থেকে পাচারকালে দুই বস্তা ওষুধসহ আটক ৩
খুলনায় সরকারি শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের স্টোর থেকে পাচারকালে দুই বস্তা ওষুধ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে নগরীর মুজগুন্নি এলাকায় একটি ইজিবাইক থেকে ওষুধগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশকে ঘুষ দেয়ার চেষ্টাকালে ঘুষের ৫০ হাজার টাকাসহ ৩ জনকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের এএসআই টমাস মণ্ডল জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওষুধ পাচার চক্রের সদস্য শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের স্টোর কিপার ফার্মাসিস্ট দেবপ্রসাদ রায় ও তার শ্যালক দীপঙ্কর সানাকে মুজগুন্নি এলাকায় একটি ইজিবাইক থেকে দু’বস্তা ওষুধসহ আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে খুলনার হেরাজ মাকের্টের ইমা মেডিকেল হল থেকে শেখ রকিবুল আবেদিনকে আটক করা হয়।
এ সময় দেবপ্রসাদ তাকে (এএসআই টমাস মণ্ডল) তাৎক্ষণিক ৫০ হাজার টাকা ঘুষ প্রদানের চেষ্টা করে। একই সাথে পরবর্তিতে আরও ১০ লাখ টাকা ঘুষ দেওয়ার কথা বলে। এ অবস্থায় ঘুষের ৫০ হাজার টাকাও জব্দ করা হয়।