চাঁদপুর শহরে অটো উল্টে স্কুল ছাত্র নিহত

 In চাঁদপুর, দেশের ভেতর, প্রধান খবর

চাঁদপুর প্রতিনিধি ঃ
চাঁদপুর শহরে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় ব্যাটারি চালিত স্কুটার চাপায় নাজমুল হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরা ৪জন। শুক্রবার বিকেলে পুরাণবাজার জুট মিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের দেলোয়ার হাওলাদারের একমাত্র ছেলে। সে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
আহতরা হলেন: মিম(৭), সিতারা বেগম(৪৫), তানজিলা(২৬) ও রোকেয়া (৬২)। এদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রঘুনাথপুর হয়ে একটি অটো রিক্সা চাঁদপুর শহরের দিকে আসছিলো। পাশ দিয়ে আরেকটি সিএনজি স্কুটার যাবার সময় ধাক্কা দেয়। যাত্রীসহ অটো রিক্সা উল্টে পাশের ঝিলে পড়ে যায়। লোকজন ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই জাহাঙ্গীর আলম ও চাদপুর মডেল থানার এসআই প্রহলাদ রায় সংগীয় র্ফোস দুর্ঘটনা স্থল পরিদর্শন ও হাসপাতাল থেকে নিহত কিশোর নাজমুলের লাশ উদ্ধার কওে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়ালি উল্লাহ অলি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent Posts

Leave a Comment