ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দূর্ঘটনায় আহত
স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদার বিভিন্ন রোগের কারণে শরীর দূর্বল হয়ে পড়ায় চেয়ার থেকে পড়ে মাথায় ও ঠোটে আঘাত প্রাপ্ত হন। গতকাল সোমবার (২৮ আগষ্ট) সকালে বিদ্যালয় থেকে চাঁদপুর গণি উচ্চ বিদ্যালয়ে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান এর সাথে প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে সভায় উপস্থিত হলে ওই স্থানে দূর্ঘটনার শিকার হন। পরে তাকে ওই স্থান থেকে কয়েকজন শিক্ষক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালের দ্বিতীয় তলায় হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মাথার ডান পাশে ও দুই ঠোটে আঘাত প্রাপ্ত হয়ে রক্ত জমাট হয়েগেছে এবং কয়েকদিন যাবৎ তিনি জ্বরে ভুগছেন। ঘটনার পর ওই বিদ্যালয়ের সাবেক পরিচালনা পর্ষদের সদস্য মো. জাহাঙ্গীর হোসাইন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিয়াজী, প্রধান মাওলানা কবির আহমেদ ওসমানিসহ শিক্ষকগণ হাসপাতলে প্রধান শিক্ষককে দেখতে আসেন। চিকিৎসক জানিয়েছেন, সকল চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকদিন চিকিৎসা নিতে হবে। তার সুস্থ্যতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।