বিচার বিভাগ স্বাধীন: হানিফ

 In প্রধান খবর, রাজনীতি

কুষ্টিয়া সংবাদদাতাঃ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সংসদে ষোড়শ সংশোধনী নিয়ে আলোচনা হলেও বাইরে কোথাও এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে কারো কোনো মন্তব্য সরকার বা দলীয় সিদ্ধান্ত নয়।

সোমবার দুপুর ১২টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিচার বিভাগ প্রসঙ্গে তিনি বলেন, সরকার কখনো বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণের চেষ্টাও করেনি। বর্তমান সরকার বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থাশীল। ষোড়শ সংশোধনীর মতো রায় প্রমাণ করে বিচার ব্যবস্থা স্বাধীন বলে ষোড়শ সংশোধনীর রায় হতে সক্ষম হয়েছে।

এ ধরনের বিষয়ে অহেতুক কথাবার্তা বলে কোনো ধরনের বির্তক না সৃষ্টির কথা জানান তিনি।

এসময় সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ দলীয় নেতা-কর্মীরা।

Recent Posts

Leave a Comment