ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন এরশাদ

 In প্রধান খবর, রাজনীতি

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ১৮ সেপ্টেম্বরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

 

বুধবার এ উপলক্ষে জাপার বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতি।

 

সভায় ফয়সল চিশতি বলেন, জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর দ্রুত বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে অধিকতর শক্তিশালী হয়ে উঠছে। আসুন আমরা সবাই মিলে দলকে আরো সুসংগঠিত করে আগামী নির্বাচনে জাতীয় পার্টির জয়যাত্রা সুনিশ্চিত করি। তিনি হুসেইন মুহম্মদ এরশাদের দীর্ঘায়ু কামনা করেন এবং ১৮ সেপ্টেম্বর মহানগর উত্তরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সর্বাত্মক সফলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

সভায় আরো বক্তব্য দেন, জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু।

 

শফিকুল ইসলাম সেন্টু ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফলের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, জাতীয় পার্টি আগামী দিনে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখবে।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান ও মহানগর নেতা- আমানত হোসেন আমানত, কেন্দ্রীয় তথ্য সম্পাদক আনিস-উর রহমান খোকন, কেন্দ্রীয় নেতা হাজী সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার, অধ্যক্ষ মোস্তফা চৌধুরী, কেন্দ্রীয় মহানগর নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম, খলিল হোসেন মোল্লা, সিরাজুল ইসলাম চুন্নু, মোহাম্মদ আলী শেখ, নজরুল ইসলাম সরদার, নাজমুল ইসলাম নয়ন, মো. বোরহান উদ্দিন, শরিফুল আলম সোহেল, মো. আলাউদ্দিন আলাল, হাজী নুরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. মিন্টু, কাজী আবুল খায়ের, স্বপন মিয়া, আব্দুল বারেক, মো. হারুন পাটোয়ারী, মো. দাউদ, মো. মামনুর রহমান, এস.এম. হাশেম, মো. আশরাফুল হক শিবলীসহ কেন্দ্রীয়, মহানগর, থানা এবং ওয়ার্ড-ইউনিয়ন নেতবৃন্দ।

Recent Posts

Leave a Comment