ভালো আছেন এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন। বৃহস্পতিবার সকালে বাসায় ফিরবেন তিনি।
বুধবার এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার বলেন, আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে পর পর চারটি সভা প্রচার চালাতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রংপুর সিএমএইচে পরীক্ষা করতে গেলে ডাক্তার জাপা চেয়ারম্যানকে একাধিক পরীক্ষার পরামর্শ দেন। তাই তিনি হাসপাতালে ভর্তি হন।
এখন কী অবস্থা জানতে চাইলে খালেদ আখতার বিরক্তির স্বরে বলেন, আপনারদের জন্য কি স্যার (এরশাদ) চেকআপও করাতে পারবেন না? তিনি সবার সাথে কথা বলছেন এবং সাংগঠনিক কর্মকাণ্ড হাসপাতালে বসে পরিচালনা করছেন বলেও জানান মেজর অব. খালেদ আখতার।
উল্লেখ্য, মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন এরশাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাপা কর্মীরা এরশাদের রোগমুক্তি কামনা করে ব্যাপক প্রচার চালানোর কারণে দ্রুত এরশাদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে।