অনলাইন ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গণজাগরন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার ও সনাতন উল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে আগামী ২৬শে অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছাবিদুল ইসলাম জামিনের শর্ত ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এ আদেশ দেন। আজ মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অভিযুক্তদের হাজির থাকলে বলা হলেও তারা উপস্থিত ছিলেন না। উল্লেখ্য, গত ৩১শে মে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি দায়ের করেন ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী। মামলার অভিযোগে বলা হয়, ২৮শে মে শাহবাগ থেকে ভাস্কর্য অপসারনের দাবিতে একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত যায় গণজাগরণ মঞ্চের কর্মীরা। মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে স্লোগান দেন সনাতন উল্লাহ। মিছিলে উপস্থিত ছিলেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার
Recent Posts