রেগে স্মিথ বললেন, বাংলাদেশকে হালকাভাবে নেইনি

 In খেলাধুলা, প্রধান খবর, লিড নিউজ

 

ক্রীড়া প্রতিবেদকঃ

গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে দারুণ এক টেস্ট জয় পায় অস্ট্রেলিয়া। সে জয়ের মূল নায়ক ছিলেন স্টিফেন ও’কিফ। সেই ও’কিফকে বাংলাদেশ সিরিজে রাখা হলো না শুরুতে। আর এটাকে বড় ভুল বলেছেন অস্ট্রেলিয়া দলের ফাস্ট বোলার পিটার সিডল। বাংলাদেশকে হালকাভাবে নেওয়ায় এমনটা করেছেন বলে জানান তিনি।  আর তাতেই রেগে মহা খেপেছেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। রেগেই জানালেন বাংলাদেশকে হালকাভাবে নেননি তারা।

বাংলাদেশ সিরিজের আগে বাতিল খাতায় ফেলে দেওয়া হয়েছিল ও’কিফকে। তার বয়স হয়ে যাওয়ায় তরুণ মিচেল সয়েপসনকে দেওয়া হলো সুযোগ। পাশাপাশি চার বছর পর ফিরিয়ে আনার হয় অ্যাস্টন অ্যাগারকে। ও’কিফকে না নেওয়ায় স্মিথের সমালোচনা করেন সিডল। সাবেক সতীর্থের কথা ভালো লাগেনি অসি অধিনায়কের। রেগেই বলেন, ‘ভারসাম্য রেখেই দল করা হয়েছে। বাংলাদেশকে হালকাভাবে নেইনি।’

ও’কিফকে বাদ দেওয়ার পর গণমাধ্যমে এর জবাব দিয়েছিলেন স্মিথ। যুক্তি হিসেবে বলেছিলেন ২০২১ সালে আবার ভারতে যখন খেলতে আসবেন তখন তার বয়স হবে ৩৬। দলে থাকার সম্ভবনা খুব কম। তাই তরুণ অ্যাস্টন অ্যাগারে আস্থা রেখেছিলেন তিনি। ফেব্রুয়ারিতে ভারতে ২-১ এ সিরিজ হারার ক্ষত থেকেই হয়তো আগামী সিরিজে জেতার পরিকল্পনা সাজান স্মিথ। ও’কিফের বদলে আনেন সয়েপসনকে।

‘সে যেটা ভেবেছে বাস্তবে এমনটা নয়। চার বছরে অনেক ক্রিকেট ম্যাচ হবে এগুলোও সমান গুরুত্বপূর্ণ।  এ মধ্যেই অনেক খেলোয়াড়ই আসবে যাবে। এখন সে ছেলেদের অতিরিক্ত চাপে ফেলে দিয়েছে। বর্তমান নিয়ে শঙ্কিত।’- স্মিথের ভাবনায় এমন মন্তব্য করে ফক্সস্পোর্টসকে এক সাক্ষাৎকার দেন সিডল।

সিডলের এ মন্তব্য একান্তই তার বলে অভিমত জানান স্মিথ, ‘পিটার সিডল তার মন্তব্য বলেছে। কিন্তু আমার মনে হয় না আমি খুব বেশি দূরের কথা ভাবছি। এবং বর্তমান সিরিজে মনোনিবেশ করছি না এমনটা নয়। আমরা এই সিরিজ নিয়েই ফোকাস করছি পাশাপাশি কিছু ভবিষ্যতের কথাও ভাবতে হবে।’

‘আমার মনে হয় অ্যাগারের খুব ভালো ভবিষ্যৎ আছে। তাকে এই কন্ডিশনে কিছু ম্যাচ খেলানো দরকার। এই কন্ডিশনে খেলার চেয়ে ভালো কিছু হতে পারে না। আমার কোন কথায় এমন পয়েন্ট ছিলনা যে আমরা এই সিরিজে মনোনিবেশ করছি না।’

ঢাকা টেস্টে বাংলাদেশের কাছে ২০ রানে হারে অস্ট্রেলিয়া। এ হারের পর গণমাধ্যম থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদের রোষানলে পড়েছেন স্মিথ। তবে দলে আসা যাওয়ার মধ্যে থাকা সিডলের মন্তব্যটা সহজভাবে নিতে পারেননি নানা সমালোচনায় বিদ্ধ অসি অধিনায়ক।

Recent Posts

Leave a Comment