‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মিয়ানমারকে রাখাইনে নিরাপদ অঞ্চল তৈরি করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে।
মন্ত্রী বলেন, রোহিঙ্গারা এর আগেও এদেশে এসেছে এবং প্রত্যেকবার তাদের ঠেলে পাঠানো হয়েছে। এবার যেটা হয়েছে তা আগ্রাসন এবং এটা মিয়ানমারের সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে করছে।
তিনি বলেন, মিয়ানমারের সেনাবাহিনী গ্রামকে গ্রাম পুড়িয়ে দিচ্ছে, লোকজনকে হত্যা করছে এবং এটা ভয়ংকর আকার ধারণ করেছে যেটা আমরা বিশ্ব মিডিয়ায় দেখছি।
মন্ত্রী আক্ষেপ করে বলেন, শান্তিতে নোবেল জয়ী অং সান সু চির এ জঘণ্য কাজের সমর্থন রয়েছে।
এর আগে উখিয়া ডিগ্রি কলেজে মন্ত্রী সামনে সেনাবাহিনীর পক্ষে ত্রাণ বিতরণসহ অন্যান্য কার্যক্রমের উপস্থাপন করা হয়।
মন্ত্রী রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীসহ দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রশংসা করেন।
এসময় সেনাবাহিনীর ১০ম ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান পিএসসিসহ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।