রোহিঙ্গা নির্যাতন বন্ধে মুসলিমবিশ্বকে এগিয়ে আসার আহ্বান এরশাদের
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন বন্ধে মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
মিয়ানমার সরকারের উদ্দেশে এরশাদ বলেন, রোহিঙ্গা মুসলমানদের দমন-পীড়ন ও নির্যাতন বন্ধ করুন।
রোহিঙ্গাদের এই চরম সময়ে বিশ্বের মুসলিম দেশগুলোকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা মুসমানদের পাশে এসে দাঁড়ান। তাদের ওপর দমন-পীড়ন ও নির্যাতন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের ওপর চাপ প্রয়োগ করুন।
এ সময় কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানান এরশাদ।
ত্রাণ বিতরণের সময় সেখানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশিদ, সংসদ সদস্য মাহজাবিন মোর্শেদ, ভাইস চেয়ারম্যান মোর্শেদ মুরাদ ইব্রাহীমসহ জেলার কেন্দ্রীয় নেতা প্রমুখ।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর উখিয়ায় ত্রাণ বিতরণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।