ইসিতে এরশাদের নালিশ, হবে তদন্ত

 In প্রধান খবর, রাজনীতি

জাতীয় পার্টির নাম ব্যবহার করা নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) নালিশ দিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

কাজী জাফরের মৃত্যুর পর তার নেতৃত্বাধীন জাতীয় পার্টির টিআইএম ফজলে রাব্বি চৌধুরী নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয় পার্টি পরিচয় ব্যবহার করায় আপত্তি তুলছেন এরশাদ।

আর এ বিষয়টি আমলে নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে দেওয়া এক চিঠিতে এ বিষয়ে ‘ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে’ জাপা চেয়ারম্যান লেখেন, জাতীয় পার্টি নিবন্ধিত একটি দল। এর নাম ব্যবহার করে ব্যবহার করে নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিচয় দেওয়ায় প্রধান বিরোধী দল জাপার সম্মানহানি ঘটছে।

চিঠিতে বলা হয়, একটি কুচক্রী মহল জাপার নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় ‘অন্য কেউ যাতে জাতীয় পার্টির নাম ব্যবহার করতে না পারে এবং ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার’ দাবি জানান এরশাদ।

উল্লেখ্য, লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টি ১২ নম্বর দল হিসেবে ২০০৮ সালের ৩ নভেম্বর নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে। এছাড়া জাতীয় পার্টির আরো তিনটি অংশের মধ্যে ২০০৮ সালে আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জেপি বাইসাইকেল প্রতীকে (নিবন্ধন নম্বর ২) ২০ অক্টোবর, আন্দালিব রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি গরুর গাড়ি প্রতীকে (নিবন্ধন নম্বর ১৮) ৯ নভেম্বর এবং প্রফেসর তাসমিনা মতিন নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল প্রতীকে (নিবন্ধন নম্বর ২৮) ১৬ নভেম্বর ইসিতে নিবন্ধন পায়।

জানা গেছে, ২০১৪ সালে লাঙল প্রতীক, দলের লোগো একই রেখে কাজী জাফর নেতৃত্বাধীন জাতীয় পার্টির আত্মপ্রকাশ ঘটে। ষাটের দশকের ছাত্রনেতা এবং পরে চীনপন্থী বাম নেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পাওয়া কাজী জাফর শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জিয়াউর রহমানের আমলে।

পরে সামরিক শাসক এরশাদের হাত ধরে তার সরকারের প্রধানমন্ত্রী হন। দীর্ঘ তিন দশক এরশাদের বিশ্বস্তজন হিসেবে জাতীয় পার্টির সঙ্গে থাকার পর ২০১৩ সালের ২৮ নভেম্বর মতবিরোধের কারণে কাজী জাফরকে দল থেকে বহিষ্কার করেন এরশাদ।

এরপর দলের একাংশকে নিয়ে জাতীয় পার্টি নামেই নতুন দল গঠন করে পরের বছর ২৫ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেন কাজী জাফর।

এরপর ২০১৫ সালে কাজী জাফরের মৃত্যুর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান এরশাদের জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী টিআইএম ফজলে রাব্বি চৌধুরী। আর মহাসচিব হন মোস্তফা জামাল হায়দার।

তবে ইসি সূত্রে জানা গেছে, কাজী জাফর পক্ষের কেউ দলের নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেনি।

নালিশ ও তদন্ত
এরশাদ সিইসিকে বলেন, আমার জাতীয় পার্টি একটি বৈধ রাজনৈতিক দল। নাম ও প্রতীক ইসির আইন দ্বারা সুরক্ষিত। কিন্তু আমি লক্ষ্য করছি- জনৈক টিআইএম ফজলে রাব্বি চৌধুরী নিজেকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিচয় দিয়ে বিবৃতি দিচ্ছেন; জনসমক্ষে জাতীয় পার্টির নাম ব্যবহার করছে। এর ফলে দেশের বর্তমান প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সম্মানহানি ঘটছে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নামে যেমন দ্বিতীয় কোনো রাজনৈতিক দল থাকতে পারে না, তেমনি জাতীয় পার্টি নামেও আর কোনো দল থাকতে পারে না। অথচ একটি কুচক্রীমহল জাতীয় পার্টির নীতি-আদর্শকে কলুষিত করতে অসৎ উদ্দেশ্যে আমার পার্টির নাম ব্যবহার করে দেশবাসীর মধ্যে বিভ্রান্তির অপচেষ্টা করছে।

এর প্রেক্ষিতে মঙ্গলবার ইসির সহকারী সচিব রৌশন আরা বেগম স্বাক্ষরিত একটি চিঠিতে আগামী ১০ দিনের মধ্যে বিষয়টি তদন্ত করে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তাকে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

Recent Posts

Leave a Comment