জামায়াতের হরতালে সমর্থন নেই বিএনপির!
আমির মকবুল আহমাদসহ ৮ নেতার গ্রেফতার-রিমান্ডের প্রতিবাদ এবং তাদের মুক্তির দাবিতে ডাকা জামায়াতের হরতালে সমর্থন দেয়নি ২০ দলীয় জোটের প্রধান শরিক বিএনপি।
বুধবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের এই অবস্থানের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
জামায়াতের ডাকা হরতালে দলের সমর্থন থাকছে কিনা- জানতে চাইলে রিজভী বলেন, এ ব্যাপারে এখন আমার কাছে কোনো ‘ইয়ে’ আসেনি। দলের পক্ষ থেকে তাদের (গ্রেফতারকৃত জামায়াত নেতা) মুক্তি দাবি করে বিবৃতি গেছে, মহাসচিব বিবৃতি দিয়েছেন। এই পর্যন্ত আমাদের কর্মসূচি। এর বাইরে আর কিছু নাই।
Recent Posts