পার্লারের আড়ালে তরুণী দিয়ে চলছে সেক্স র্যাকেট
পুলিশই খদ্দের সেজে ধরল দেহ ব্যবসার আখড়া। অথচ এটি দিনে ম্যাসাজ পার্লার হিসেবে ব্যবহার করা হয়ে আসছিল।
এই আসর চালানোর অভিযোগে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তিন যুবতীসহ পার্লারের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে।
পুলিশ কর্মকর্তা সুরেশ খেড়েকর জানান, তারা খবর পেয়েছিলেন যে ওই ম্যাসেজ পার্লারে লুকিয়ে দিনের পর দিন দেহ ব্যবসা চলছে। এরপরেই রাতে নকল গ্রাহক পাঠিয়ে পুলিশ দেহ ব্যবসা চালানোর হাতেনাতে প্রমাণ পায়।
কলকাতা২৪’র খবরে বলা হয়, এরপরেই ওই ম্যাসেজ পার্লারে তল্লাশি চালায় পুলিশ৷ তল্লাশি চালানোর সময় পার্লার থেকে ২০ থেকে ২৫ বছর বয়সী তিন যুবতীকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া ওই পার্লার থেকে প্রচুর পরিমাণে আপত্তিজনক জিনিস উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আগামী দিনে এমন অভিযান আরও চালানো হবে। তাদের কাছে বেশ কিছু জায়গায় সেক্স র্যাকেট চালানোর খবর রয়েছে। কিন্তু, প্রমাণ না মেলায় সেখানে অভিযান চালানো যাচ্ছে না।
তবে খুব শিগগরিই অভিযান চালানো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।