জাপা আর ব্যবহার হতে চায় না : ফকরুল ইমাম

 In জাতীয়, প্রধান খবর
ময়মনসিংহ প্রতিনিধি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফকরুল ইমাম এমপি বলেছেন, জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচন এককভাবে করবে। আওয়ামী লীগ আমাদের সাথে নির্বাচনী বন্ধুত্ব করে জয়লাভ করে, সরকার গঠন করার পর সবকিছু ভুলে যায়। জাতীয় পার্টি শুধু ব্যবহৃত হচ্ছে। আমরা আর ব্যবহার হতে চাই না।
শনিবার ময়মনসিংহ শহরে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ময়মনসিংহ মহানগর পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফকরুল ইমাম বলেন, এরশাদ এদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। তার শাসনামলে যত উন্নয়ন হয়েছে, স্বাধীনতা পরবর্তী সব সরকার মিলিয়েও তা করতে পারেনি। তাই বিএনপি-আওয়ামী লীগ উভয়ই এরশাদকে ভয় পায়। যে কারণে এরশাদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার হচ্ছে না। তারা ভালোভাবেই জানে মুক্ত এরশাদকে হাজার বাধ দিয়ে আটকিয়ে রাখা যাবে না। কারণ এ দুটি দলের শাসনে অতিষ্ঠ জনগণ জাতীয় পার্টির সেই স্বর্ণযুগে ফিরে যেতে চায়।
জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ময়মনসিংহ মহানগর সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য দেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন আহমেদ মুক্তি এম.পি, যুব বিষয়ক সম্পাদক ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মো. বেলাল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, গোলাম মোস্তফা, যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ স্বপন, ময়মনসিংহ মহানগর আহ্বায়ক মো. জাহাঙ্গীর আহম্মেদ, সদস্য সচিব হাজী আব্দুল আওয়াল সেলিম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নেতা ফারুক আহমেদ, আমিনুল হক সাইদুল, নুরুল ইসলাম মিন্টু প্রমুখ

Recent Posts

Leave a Comment