রুশ বিপ্লবের শতবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা

 In জাতীয়, প্রধান খবর

রুশ বিপ্লবের শততম বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লাল পতাকা নিয়ে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

পরে বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়। আলোচনা সভার শুরুতে সম্মিলিত কণ্ঠে আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশন করা হয়। শোষণমুক্তির সংগ্রামে এ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ডা. এম এ করিমের সভাপতিত্বে সভায় আলোচনা করেন শ্রমিক আবুল হোসেন, খলিলুর রহমান খান, বিশিষ্ট আইনজীবী ও সিলেট বারের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট ই ইউ শহীদুল ইসলাম শাহীন, সামছুজ্জোহা, চৌধুরী আশিকুল আলম, ওয়ারেস আহম্মেদ মুকুল, ডা. জাহাঙ্গীর হুসাইন, শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন মোখলেস উজ্জামান।

Recent Posts

Leave a Comment