ট্রেণে কাটা পড়ে নারীর মৃত্যু

 In চাঁদপুর, চাঁদপুর সদর উপজেলা, জাতীয়, প্রধান খবর

 

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর-লাকসাম রেল পথের ওর্য়ালেছ বাজার এলাকায় ট্রেণে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে চাঁদপুর চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেণের নিচে কাটা পরে ওই নারী। গলার উপর দিয়ে ট্রেণটি চলে যায়। তার তার পুরো শরীর ট্রেণ লাইনের বাহিরে পড়ে থাকতে দেখা যায়। অবশ্য প্রত্যক্ষদর্শীদের ধারণা তাকে হত্যা করে ট্রেণ লাইনের উপর পরিকল্পিত ভাবে ফেলে রেখে গেছে। কারণ কাটা পড়ার পর শরীর থেকে রক্ত বের হয় না। গায়ে সেলওয়ার কাজি পড়া। এছাড়া ওই নারীর মাথায় ওড়না দিয়ে ঢাকা। পায়ে জুতা পড়া। স্বাভাবিক ভাবে দেখলে মনে হয় এ মৃত্যু রহস্যজনক।
চাঁদপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গণি পাঠান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। যদিও তার পরিচয় এখনো জানা যায়নি।

Recent Posts

Leave a Comment