হাজীগঞ্জে নবজাতকের মরদেহ উদ্ধার
উপজেলা সংবাদদাতা
চাঁদপুরের হাজীগঞ্জে এক নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ৫নং সদর ইউনিয়নের স্থানীয় মাতৈন দীঘিরপাড় নামকস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত শিশুর নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারণা, নবজাতক শিশুটিকে গর্ভপাত করে এখানে ফেলে দেয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে দীঘিরপাড় নামকস্থানে নবজাতক শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে উপ-পরিদর্শক কামাল হোসেন ও হাসান শিশুটির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, শুক্রবার রাতেই নবজাতক শিশুটির জন্ম হয়েছে।