চাঁদপুরে বুদ্ধিজীবী দিবস

 In চাঁদপুর, জাতীয়, প্রধান খবর

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে শহীদ বুদ্ধিজীবী দিসব উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর শহীদ হওয়া বুদ্ধিজীবীদের তালিকা তৈরির আহ্বান জানান। এবং বুদ্ধিজীবীদের হত্যাকারীদের বিচারের আবেদন জানান।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম শাহীনের পরিচালনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী, মুক্তিযোদ্ধা সংগঠক জীবন কানাই চক্রবর্তী।
সভায় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংগঠক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Recent Posts

Leave a Comment