প্রধানমন্ত্রী আসছেন রোববার; রঙ্গিন পোস্টারে ছেয়ে গেছে শহর!
বিশেষ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় কমডেকা উদ্বোধন ও জনসমাবেশে যোগ দিতে আগামী রোববার (১এপ্রিল) চাঁদপুরে আসছেন। প্রধানমন্ত্রীকে বরণ করতে সার্বিক প্রস্তুতি প্রায় চুড়ান্ত করেছে স্থানীয় প্রশাসন এবং চাঁদপুর জেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলো। রঙ্গিন রঙ্গিন ব্যানার, পেস্টুন ও তোরণে ছেয়ে গেছে পুরো শহর। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে চলছে রংয়ের কাজ। সড়কগুলো মেরামত করার কাজ চলছে দ্রুত গতিতে। চাঁদপুর স্টেডিয়ামে মঞ্চ তৈরি প্রায় শেষ পর্যায়ে। আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝে দেখা দেখা দিয়েছে উৎসবের আমেজ। তাই ছোট বড় সব নেতারাই ব্যানার পোস্টার সাঁটিয়ে দিয়েছেন রাস্তার মোড়ে মোড়ে পাড়া মহল্লায়। জেলা শীর্ষ পর্যায়ের নেতাদের দাবি এবারের জনসভা জনশ্রোতে রূপান্তরিত হবে।
জানা যায়, আগামী ১ এপ্রিল সকালে জেলার হাইমচরে বাংলাদেশ স্কাউটস আয়োজিত কমিউনিটি ডেভেলমেন্ট ক্যাম্প (কমডেকা) সমাবেশে যোগ দেবেন তিনি। পরে বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বেশ কিছু উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমনে দিন চাঁদপুরে তিন স্তরের নিরাপত্তা বেষ্টুনি থাকবে। প্রায় ৩হাজার ২শ আইনশৃংখলা বাহিনী নিয়োজিত থাকবেন। আর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে কয়েক দফায় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো জরুরী বৈঠক করেছে। দীর্ঘ আট বছর পর প্রধানমন্ত্রী চাঁদপুর আসছেন তাই নেতা কর্মী সমর্থকদের মাঝে দেখা দিয়েছে আনন্দ উদ্দীপনা। রাজনীতিতে নিজের সক্রিয়তা জানান দিতে কোনো নেতা কর্মী কোনো অংশেই কম চেষ্টা করছে না। যে যার সাধ্য মতো ব্যানার পেস্টুন, তোরণ নির্মাণ করছেন স্ব-উদ্যোগেই। অপরদিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কোনো নেতা কর্মীর পোষ্টা ছিড়ে ফেলার অভিযোগ রয়েছে। চাঁদপুর শহরের লেকের পাড়ে চাঁদপুর জেলা আওয়ামীলীগের কার্যনিবার্হী সদস্য ড. মোঃ হাসান খানের ব্যানার ছিড়ে ফেলেছে দুষ্কৃতিকারীরা। এছাড়া হাইমচরে চাঁদপুর-৩ (সদর) আসনে আওয়ামীলীগের মনোনীয়ন প্রত্যাশী রেদয়ান খান বোরহানের পোস্টার ছিড়ে নদীতে ফেলে দেয়ার ঘটনাও ঘটেছে।
ব্যানার ছিড়ার ব্যাপারে ড. মোঃ হাসান খান বলেন, যেখানে জেলার প্রায় সব নেতা কর্মী প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে উচ্ছ্বাসিত। সেখানে পোস্টা বা ব্যানার ছিড়ে ফেলা খুবই ছোট মনের কাজ। যাইহোক ওসব নিয়ে ভাবার সময় এখন নয়। প্রধানমন্ত্রীকে বরণ করতেই নেতা কর্মীরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি।
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল জানান, ২৮ এপ্রিল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে চুড়ান্ত ভাবে সব কিছু পরিদর্শন করে যাবেন। প্রধানমন্ত্রীকে বরণ করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি। সার্বিক প্রস্তুতি আগামী দুই তিন দিনের মধ্যে শেষ করতে পারবো। আশা করছি সকল কার্যক্রম সফল ভাবে সমাপ্ত করতে পারবো। দুই একটা ব্যানার ছেড়া বড় কোনো ঘটনা মধ্যে পড়ে না বলে মন্তব্য করেন এ নেতা।
প্রসঙ্গত, বিগত ২০১০ সালের ২৫ এপ্রিল সবশেষ চাঁদপুর সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি চাঁদপুর কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্মাণ কাজসহ বেশকিছু উন্নয়নমূলক কাজ উদ্বোধন করেন। পওে জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।