বিশ্বকাপের আগেই ফিরছেন নেইমার

 In খেলাধুলা, প্রধান খবর

এবার সুসংবাদটা দিলেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো ল্যাসমার। জানালেন, পুরো ফিটনেস নিয়েই বিশ্বকাপে খেলবেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। এর আগে নেইমারই জানিয়েছিলেন, ১৭ মে চূড়ান্ত পরীক্ষার পর মাঠে ফিরছেন তিনি। ফেব্রুয়ারিতে লিগ ওয়ানের ম্যাচে মার্সেইর বিপক্ষের ইনজুরিতে পড়ে মাঠের বাইরে আছেন নেইমার। মার্চে অস্ত্রোপচারের পর এখন চলছে পুনর্বাসন প্রক্রিয়া।

গ্লোবোএস্পোর্তেকে দেয়া এক সাক্ষাতকারে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো বলেছেন, ‘নেইমার কঠোর পরিশ্রম করছেন। আমরা প্রত্যাশা করছি, সে ভালোভাবে তার সুস্থ হয়ে উঠবে। যাতে করে সে বিশ্বকাপের জন্য চমৎকার একটা প্রস্তুতি নিতে পারে।’

রদ্রিগো আরো বলেছেন, ‘পুনর্বাসন প্রক্রিয়ার সম্ভাব্য সেরা উপায়েই সে সেরে উঠছে। ইনজুরি থেকে ফেরা একজন খেলোয়াড়ের শারীরিক উন্নতি প্রয়োজন। কারণ এটা কিছুটা কম থাকে।’

৩ মার্চ ব্রাজিলের সাওপাওলোর এক হাসপাতালে অস্ত্রোপচারের পর থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এই ফরোয়ার্ড। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, ক্র্যাচ ছাড়াই হাঁটতে পারছেন তিনি। নিজের সেরা ফর্ম নিয়ে বিশ্বকাপে ফেরার কথাও জানিয়েছেন।

রাশিয়া বিশ্বকাপে ‘ই’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টা রিকা ও সার্বিয়া।

Recent Posts

Leave a Comment