ব্যাট হাতেও সাকিবের সেরা আইপিএল
কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুই দুটি শিরোপা জয়ের কীর্তি রয়েছে সাকিব আল হাসানের। টানা সাত আসর কলকাতার হয়ে খেলার পর এবারই প্রথম সানরাইজার্স হায়দ্রাবাদে পাড়ি দিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক। প্রথম আসরেই দলকে নিয়ে গেছেন ফাইনালে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১৭৯ রানের টার্গেট দেয় সাকিবরা।
এবারের আসরে সাকিব নিজেকে ছাড়িয়ে গেছেন অন্য যেকোনো আসরের থেকে। বোলিংয়ে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ উইকেট শিকার করেছেন এই আসরে। ফাইনালের আগেই পেয়েছেন ১৬ ম্যাচে ১৪ উইকেট। এর আগে ২০১২ সালে ৮ ম্যাচ খেলে পেয়েছিলেন ১২ উইকেট। রোববারের ফাইনালে ব্যাটিংয়েও নিজের আগের সর্বোচ্চ সংগ্রহকে ছাড়িয়ে গেছেন।
এদিন ২৩ রানের ইনিংস খেলেছেন সাকিব। তাতে এবারের আসরে ১৭ ম্যাচে ১৩ ইনিংসে সাকিবের সংগ্রহ ২৩৯। এর আগে এক মৌসুমে সাকিবের সর্বোচ্চ রান ছিল ২২৭ রান।
এবারে আসরের শুরুতে বিরল রেকর্ডেরও মালিক হয়েছেন সাকিব। টি-টুয়েন্টি সংস্করণে একই সঙ্গে ৩০০ উইকেট ও ৪ হাজার রানের কীর্তি গড়েছেন। সবমিলে এবারের আইপিএল সাকিবের জন্য দারুণ কাটল বলতেই হবে।