চাঁদপুরের মেঘনায় বালুবাহি বাল্কহেড ডুবি: গ্রিজারের মৃতদেহ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরের মেঘনা মোহনায় দুটি বলগেটের মুখোমুখি সংঘর্ষে সিলেকশন পাথর বোঝাই বলগেট ডুবিতে নিখোঁজ গ্রিজারের মরদেহ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে। ডুবুরিরা দুর্ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ডুবে যাওয়া বলগেটের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে।
চাঁদপুর নৌ পুলিশের অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, সোমবার সকালে কুমিল্লার মেঘনা ঘাট থেকে সিলেটসেন্ড বালু বোঝাই করে এমডি দুলাল (এম নং-৬০৬২) খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। চাঁদপুরের মেঘনায় মোহনায় আসার পর দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এমভি হাজী সালাম পোড়ামানিক-১ (এম নং-১৩৯২৩) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে এমভি দুলাল বলগেটটি মেঘনায় মোহনায় ডুবে যায়। বলগেটের মাষ্টার ও অন্যান্যরা সাঁতরিয়ে পাড়ে উঠতে পাড়লেও মেশিন রুমে থাকা গ্রিজার ফরিদপুর জেলার বোয়ালমারি থানার দূর্গাপুর গ্রামের ছলেমান শেখের ছেলে রিপন শেখ (২০) ওই বলগেটের সাথে পানিতে তলিয়ে যায়। সজোরে ধাক্কা দেওয়া এমভি হাজী সালাম পোড়ামানিক-১ বলগেটটি মোহনপুর পুলিশ ফাড়ির পুলিশ আটক করেছে। এ ব্যাপারে মামলা হবার পর ডুবুরিরা মঙ্গলবার সকালে ডুবে যাওয়া বলগেটের ভেতরে তল্লাশি চালিয়ে রিপন শেখে’র মৃতদেহ উদ্ধার করে।