চলে গেলেন নন্দিত সাহিত্যিক নবনীতা দেবসেন
শাহিত্য নিউজ :
নন্দিত বাংলা সাহিত্যিক নবনীতা দেবসেনের জীবনাবসান হয়েছে। তার বয়স হয়েছিল ৮১ বছর।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার হিন্দুস্তান রোডে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নবনীতা নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের স্ত্রী ছিলেন। ১৯৫৯ সালে তাদের বিয়ে হয়। এ দু’জনের দুই মেয়ে অন্তরা দেবসেন এবং নন্দনা সেন। ১৯৭৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন নবনীতা। তার মধ্যেও নিয়মিত লেখালেখি করে গিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত আর লড়াই চালিয়ে যেতে পারলেন না।
পারিবারিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বাড়িতেই থাকবে নবনীতার মরদেহ। শুক্রবার হবে তার শেষকৃত্যানুষ্ঠান।
বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য পদ্মশ্রী, সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন নবনীতা। ‘চন্দ্রাবতী রামায়ণ’ তার অত্যন্ত নন্দিত কাজ।
নবনীতা দেবসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ রাজনীতিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।