হার্মানকদ্দী পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৯৯ শতাংশ
রিয়াজ শাওনঃ
আজ সারা দেশে ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে এবার গড়ে ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এ-বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৮৫.২২, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন।
চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়নে ঐতিহ্যবাহী হার্মানকদ্দী পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে এ বছর পাশের হার ৯৯ শতাংশ।
এই স্কুলে থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১০০ জন পরীক্ষার্থী । পাশ করেছে ৯৯ জন। এবং জিপিএ -৫ পেয়েছে ৬জন ।
যারা জিপিএ-৫ পেয়েছে: তানিয়া মাসুদ মিম, রোকসানা আক্তার, মেহেজাদ আফরিন, মাকসুদা আক্তার, রাতুল হাসান এবং শাহিরিয়ার ওসমান।
ফলাফলের বিষয়ে হার্মানকদ্দী পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ বলেন “আমার স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তাদের কঠোর পরিশ্রমের কারনে আজ আমাদের এত ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। এছাড়াও যারা জিপিএ-৫ পেয়েছে তাদের বিশেষ ধন্যবাদ জানাই।