চাঁদপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

 In চাঁদপুর

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরে শিশুকে ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের অভিযোগে জাহাঙ্গীর হোসেন নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার বাবুরহাট থেকে তাকে আটক করা হয়। চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, ঘটনাটি ধামাচাপা ও ধর্ষককে সহায়তায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন শিশুর মা।

মামলার এজাহারে জানা যায়, চাঁদপুর সদরের তরপুরচন্ডি ইউনিয়নের আনন্দবাজার এলাকায় চার মাস আগে বাড়ির পাশে খালপাড়ে খেলতে যায় শিশুটি। সেখানে মেয়েটিকে মুখ চেপে ধরে ধর্ষণ করে জাহাঙ্গীর হোসেন দর্জি। এরপর ভয়ভীতি দেখিয়ে আরো কয়েকবার ধর্ষণের শিকার হয় শিশুটি। একপর্যায়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া এই শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত এক সপ্তাহ আগে লম্পট জাহাঙ্গীর ও তার স্ত্রীসহ কয়েকজন চাঁদপুর শহরের একটি ক্লিনিকে এনে শিশুটির গর্ভপাত ঘটায়। এই ঘটনার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এতে বিব্রত হয়ে শিশুর বাবা-মা স্থানীয় মেম্বার আব্দুল আউয়াল, স্কুল কমিটির সভাপতি মোস্তফা মালসহ বিভিন্নজনের কাছে ছুটে যান। এই নিয়ে তারা কয়েক দফা দেন-দরবার করে ব্যর্থ হন। অভিযোগ রয়েছে, এসব স্থানীয় ব্যক্তিরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। শেষপর্যন্ত চাঁদপুর সদর থানা পুলিশের কাছে ঘটনা পৌঁছায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন দর্জিকে আটক করে।

চাঁদপুর সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার জাহেদ পারভেজ জানান, আসামীকে গ্রেফতার করে জবানবন্দির জন্যে কোর্টে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে রিমান্ড চাওয়া হবে।

Recent Posts

Leave a Comment