সাহেদ-সাবরিনার ব্যাংক হিসাব জব্দ

 In দেশের ভেতর

স্টাফ রিপোর্টার :

ঢাকা:

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম এবং জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে নামপ্রকাশে অনিচ্ছুক এক এনবিআর কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকের অধীন ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্ট ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনা মোতাবেক তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) তাদের ব্যাংক হিসাব জব্দ করেছে। কর নথিতে থাকা তাদের আয়-ব্যয় খতিয়ে দেখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে সব তফসিলি ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে আাগামী সাতদিনের মধ্যে তাদের নামে থাকা ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য জানাতে বলা হয়েছে।

Recent Posts

Leave a Comment