সীমিত আকারে নিয়মিত আদালত চালুর অনুরোধ

 In শীর্ষ খবর
স্টাফ রিপোর্টার:
সীমিত আকারে নিয়মিত আদালত চালুর অনুরোধ করেছেন চাঁদপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী এড. মোঃ মহসীন খান। তিনি সম্প্রতি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে এ দাবি জানান।
এড. মোঃ মহসীন খান স্ট্যাটাসে লিখেন, সীমিত আকারে নিয়মিত আদালত চালুর জন্য অনুরোধ করছি।
যেমনঃ-
০১। মামলা দায়ের,
০২। হাজতী আসামীর অনুপস্থিতে জামিন শুনানী,
০৩। ওয়ারেন্টভুক্ত আসামীদের সারেন্ডার,
০৪। আইনজীবীর মাধ্যমে মামলার পক্ষদের উপস্থিতি ব্যতিরেকে হাজিরা গ্রহন করা ও যদি শুনানী থাকে তা গ্রহন,
০৫। দেওয়ানী মামলায়ও পক্ষদের উপস্থিতি ব্যতিরেকে হাজিরা আইনজীবির মাধ্যমে নিশ্চতকরন ও শুনানী গ্রহন,
০৬। আপীল আদালতও একইভাবে আইনজীবির মাধ্যমে হাজিরা ও শুনানী গ্রহন। এছাড়া অন্যান্য জরুরী বিষয় সমুহ একই প্রক্রিয়ায় গ্রহন করা যেতে পারে।
Recent Posts

Leave a Comment