পন্যে পাটজাত মোড়ক না থাকায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
বিল্লাল ঢালী :
চাঁদপুর বাবুরহাটে পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার করা নিশ্চিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে তাৎক্ষনিক ৪হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়াও মূল্য তালিকা না থাকার অপরাধে একটি মিষ্টির দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরো ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান মানিক এবং মো: উজ্জ্বল হোসেন এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পাট পরিদর্শক, জেলা পুলিশ এবং পেশাদারবৃন্দ। জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক।