সাবেক ছাত্রনেতা নজরুল ইসলামের স্মরণে নজরুল স্মৃতি সংসদের আলোচনা সভা ও দোয়া
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলামের ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড আমলীগের কার্যালয়ে এই আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার গোলাম হোসেন জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও মরহুম নজরুল ইসলামের ছোট ভাই শফিকুল ইসলাম ,৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা, দপ্তর সম্পাদক ইসমাইল পাটোয়ারী ,প্রচার সম্পাদক মিন্টু পাটোয়ারী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোবহান চোকদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মরতুজ আলী বেপারী, জাতীয় পার্টির নেতা কামরুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী ফরিদা ইলিয়াস, জেলা যুব মহিলা লীগের সদস্য জাহানারা বেগম সহ নজরুল স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ মরহুম নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা সেলিম খান।