কাশ্মীরের পাঞ্চারি গ্রামে নির্মাণ করা হয়েছে সাতটি পর্যটন কুটির

 In দেশের বাইরে

আন্তজার্তিক ডেস্ক :

কাশ্মীরের উধমপুর জেলার পাঞ্চারি গ্রামে নির্মাণ করা হয়েছে সাতটি ‘পর্যটন কুটির’। এরপর থেকে এ কুটিরগুলো হয়ে উঠছে পর্যটনের নয়া স্পট।

এগুলোকে কেন্দ্র করে বাণিজ্য এবং কর্মসংস্থান বাড়বে সে আশা করছেন স্থানীয়রা। খবর এএনআইয়ের।

জম্মু ও কাশ্মীরে পর্যটন শিল্পের আরও বিকাশ ঘটাতে প্রশাসন বদ্ধপরিকর। এ কাজে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

পর্যটন কুটির নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছে ‘প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সঞ্চারক কর্মসূচি। ’

স্থানীয়দের আশা, কুটিরকে কেন্দ্র করে নতুন কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে।

পাঞ্চারি গ্রামের সরপঞ্চ (গ্রামপ্রধান) কুলদীপ কুমার বলেন, পর্যটন কুটির তৈরি করায় আমরা জম্মু-কাশ্মীর প্রশাসনের কাছে কৃতজ্ঞ।

গ্রামের বাসিন্দা মিনকার সিং জানান, মালয়েশিয়ার প্রযুক্তি অনুসরণ করে কুটিরগুলো বানানো হয়। এরকম আরও কুটির বানানো হবে।

গ্রামের আরেক বাসিন্দা আংরেজ সিং বলেন,  কুটির বানানোর কারণে চাকরির সুযোগ আসবে। এরকম আরও কুটির বানানো উচিত।

Recent Posts

Leave a Comment