১১ দফা দাবির নৌ শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
স্টাফ রিপোর্টার :
খোরাকি ভাতাসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টাবর) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বৈঠকের পর এই ঘোষণা দেন নৌযান শ্রমিক নেতারা।
খোরাকি ভাতাসহ ১১ দফা দাবিতে নৌ শ্রমিকদের ধর্মঘট তৃতীয় দিনে গড়ায় বৃহস্পতিবার। এদিন দুপুরে সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের সমস্যা সামাধান হয়ে যাবে। এ নিয়ে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।
নৌ প্রতিমন্ত্রী বলেন, নৌযান শ্রমিকদের মূল দাবি খোরাকি ভাতা। এটা অবশ্যই তাদের ন্যায্য দাবি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা নৌযানে যে কাজ করেন সেখানে তাদের এই ভাতাটা ন্যায্য।
Recent Posts