একনজরে নবাগত ইউএনও সানজিদা শাহনাজের কর্মজীবন
মোহাম্মদ ইকবাল হোসেন :
চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে গতকাল বুধবারঅফিসিয়ালী যোগদান করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব সানজিদা শাহনাজ। ডাক নাম স্মৃতি। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর ইউনিয়নের মোঃ মজিবুর রহমান ও মানছুরা মুজিবের কন্যা। এর আগে গত মঙ্গলবার সদর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা কে বিদায় সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ স্মৃতিকে সদর উপজেলার পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।তিনি ইংলিশ মিডিয়ামে প্রাইমারি পড়াশোনা শেষ করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করেন।পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এ্যাপ্লাইড ম্যাথমেটিকসে অনার্স ও মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। ৩৩ তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে ২০১৪ সালের৬আগস্ট নঁওগা জেলা প্রশাসন কার্যালয়ে যোগদান করেন। সেখানে তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেনিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।২০১৬ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত তিনি জেলা প্রশাসন কার্যালয় মানিকগঞ্জ এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।২০১৮ সালের ১ ফেব্রুয়ারী থেকে তিনি রাজবাড়ি সদর উপজেলার সহকারি কমিশন ভূমি (এসি ল্যান্ড) পদে কর্মরত ছিলেন। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর ২০১৯ হতে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব পদে নিযুক্ত হন। এসময় ২০১৯ সালে তিনি ইংল্যান্ডের নটিংহাম ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসিতে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
চলতি মাসের ২০ তারিখ এই কর্মকর্তা চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার কানিজ ফাতেমার স্থলাভিষিক্ত হন। পরে ৩০ ডিসেম্বর সদর উপজেলা নির্বাহি অফিসার হিসেবে অফিশিয়ালি কার্যক্রম শুরু করেন।এছাড়াও অবসর সময়ে তিনি ছবি আঁকা ও কবিতা আবৃত্তি করে অবসর সময় পার করতে পছন্দ করেন।