ফরিদগঞ্জে নিসচার মাস্ক ও লিফলেট বিতরণ
কামরুজ্জামান:
নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চনের জন্মদিন উপলক্ষে নিসচা’র ফরিদগঞ্জ উপজেলা শাখার সদস্যরা মাস্ক বিতরণ করেছে। এছাড়া সড়কে দূর্ঘটনারোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে। ২৫ ডিসেম্বর শুক্রবার বিকেলেফরিদগঞ্জ উপজেলার ১০টি স্থানে এই বিতরণ কার্যক্রম চলে।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনে নিসচা ফরিদগঞ্জ শাখার সিনিয়র সহ-সভাপতি প্রবীর চক্রবর্তী ও সাধারণ সম্পাদক নারায়ন রবিদাসের নেতৃত্বে সদস্যরা মাস্ক বিতরণ করেন।
সভাপতি বারাকাত উল্ল্যাহ পাটওয়ারীর নেতৃত্বে উপজেলার চান্দ্রা বাজারে, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে উপজেলার পাটওয়ারী বাজারে, প্রচার সম্পাদক রুহুল আমিন স্বপনের নেতৃত্বে পাইকপাড়া বাজারে, সদস্য আমান উল্ল্যা খান ফারাবীর নেতৃত্বে কড়ৈতলী বাজারে, সদস্য শামীম হাসানের নেতৃত্বে ফরিদগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক বিতরণ করা হয়। এছাড়া গাজীপুর, কড়ৈতলী চৌরাস্তা, গৃদকালিন্দিয়া, কালিরবাজার চৌরাস্তাও মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।