শাহরাস্তিতে কাদা কেড়ে নিলো ভিক্ষুকের প্রাণ

 In চাঁদপুর, শাহরাস্তি উপজেলা

শাহরাস্তি প্রতিনিধি:
শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের শিমুলিয়া-রাগৈ বিলের মাঝে কাদায় আটকে বাচ্চু মিয়া (৫৫) নামের এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল হতে তার লাশ উদ্ধার করেছে। জানা যায়, হাজীগঞ্জ উপজেলার টোরাগড় গ্রামের মৃতঃ আহম্মদ মহলদারের পুত্র। তিনি একই উপজেলার কাশিমপুরে তার শ্বশুর বাড়িতে ৩০/৩৫ বছর ধরে ঘরজামাই থাকতেন। বাচ্চু মিয়া ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার শিমুলিয়া গ্রামে ভিক্ষাবৃত্তি করে নিজ এলাকায় ফেরার পথে নির্জন রাগৈ বিলের মাঝামাঝি কাদা পানিতে তার পা আটকে যায়। রাতের যে কোন সময় তার মৃত্যু হয়।

নিহতের শ্বশুর আনা মিয়া জানান, শনিবার দিনের বেলা শিমুলিয়া গ্রামের লোকজন তাকে ওই এলাকায় দেখেছে। কাদা মিশ্রিত পানিতে তার হাঁটু আটকে সন্ধ্যা হতে সকাল ৯ টার মধ্যে যেকোন সময়ে তার মৃত্যু হয়েছে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, মৃত্যুর কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নিহতের শ্বশুর বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছে।

Recent Posts

Leave a Comment