হাইমচরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ
মোঃ সবুজ হোসাইন:
হাইমচরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২৯ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া রহমান প্রমূখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম বলেন, বর্তমান সরকারের যুগান্তকারী উদ্যোগ হচ্ছে সর্বত্র উন্নয়নের মাধ্যমে দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করা। সে লক্ষ্যে হাইমচরকেও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। কিন্তু বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদ তার অন্তরায়। তাই পুলিশ প্রশাসনের সর্বাত্মক প্রচেষ্টা ও সকলের সহযোগিতায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সহায়ক হতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।