হাজীগঞ্জে গরম তরকারির পাতিলে পড়ে শিশু আহত
হাজীগঞ্জ সংবাদদাতা:
হাজীগঞ্জে গরম তরকারিতে পাতিলে পড়ে আহত হয়েছে দুই বছরের শিশু মুশফিকা। বর্তমানে শিশুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। মুশফিকার শরীরের ৩০ভাগ ঝলসে গেছে বলে পারিবারিক ভাবে জানা গেছে।আহত মুশফিকাকে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের সেন্দ্রা গ্রামের সদ্দারবাড়ির মাসুদ হোসেনের মেয়ে।
পারিবারিক ভাবে জানা যায়, ৮ জানুয়ারি শুক্রবার সকালেরান্না ঘর থেকে তরকারির পাতিল নিয়ে পাশের রুমে রাখেন শিশুটির মা রুমা বেগম। এর একটু পরেই তিনি মুশফিকা চিৎকার শুনতে পেয়ে ছুটে যান। গিয়ে দেখেন শিশু মুশফিকা গরম তরকারির পাতিলে পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। শিশুর অবস্থা অবনতি দেখে রাজধানীর শেখ হাসিনা মেডিকেল বার্ন ইউনিটে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানাস্তর করা হয়। বর্তমানে শিশুটি বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা শোয়েব আহম্মদ চিশতী বলেন, মুশফিকার শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে।