নিখোঁজের দুদিন পর লঞ্চ শ্রমিকের লাশ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চ শ্রমিক সেলিম মিয়া (৩০) মৃতদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে লঞ্চের পাখা পরিস্কার করতে গিয়ে সে নদীতে ডুবে যায়। পরে দফায় দফায় ফায়ার সার্ভিস এবং কোষ্টগার্ডের ডুবুরি দল চেষ্টা চালালেও তার কোনো হদিস পায়নি। দুইদিন পর ঘাট থেকে তিনশ গজ দুরে আজ সকালে সেলিমের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। খবর পেলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
চাঁদপুর নৌ পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম জানান, গত শনিবার বিকেল ৩টায় এমভি ইমাম হাসান নামে একটি লঞ্চ ঢাকা সদরঘাট থেকে চাঁদপুর ঘাটে এসে পৌছে। পথিমধ্যে লঞ্চের পাখায় জাল আটকায়। লঞ্চটি ঘাটে এসে পৌঁছলে চালক মো. সগির হোসেন ও গ্লিজার ( লঞ্চ কর্মচারীদের একটি পদ) সেলিম মিয়া পাখায় আটকানো জাল সরাতে নদীতে নামে।
কাজ শেষে চালক উপরে উঠে আসলেও সেলিম মিয়াকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে চাঁদপুর কোষ্টগার্ড স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে এসে কয়েকদফা খুঁজেও তাকে পায়নি। অবশেষে লঞ্চ কর্তৃপক্ষ চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করে।