বুবলীর সঙ্গে কাজ কমিয়ে দিচ্ছেন শাকিব?
শবনম বুবলি বাংলাভিশনে সংবাদ পাঠ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে।
২৫ সেপ্টেম্বর থেকে শাকিব খানের বিপরীতে ‘কালপ্রিট’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এটি পরিচালনা করছেন শাহীন–সুমন। আগামী মাসে আরও নতুন দুটি ছবিতে কাজের কথা রয়েছে তার। কলকাতার ছবিতেও অভিনয়ের কথা চলছে।
শাকিব খান আপনার সঙ্গে কাজ কমিয়ে দিচ্ছেন কী? এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘এসব কথার ভিত্তি নেই। এটি দর্শকদের আবেগের কথা। তবে শাকিব খান একজন তারকা। তিনি অন্য নায়িকার সঙ্গে কাজ করবেন, আমিও অন্য নায়কের সঙ্গে কাজ করব—এটাই স্বাভাবিক।’
তিনি আরও বলেন, ‘শাকিব খানের বাইরে ঢালিউডের কোন নায়কের সঙ্গে কাজ করলে আরিফিন শুভ, রোশান ও সিয়ামের সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে।’