তৃতীয় দফার পরীক্ষায় করোনা পজেটিভ মোহাম্মদ হাফিজ
স্পোর্টস ডেস্ক :
তৃতীয় দফার পরীক্ষায় ফের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে মোহাম্মদ হাফিজের। প্রথমবার পজেটিভ থাকলেও দ্বিতীয়বার পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তৃতীয় দফায় ফের পজেটিভ রিপোর্ট এসেছে মোহাম্মদ হাফিজের
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজিত ক্রিকেটারদের করোনা পরীক্ষায় শুরুতে পজিটিভ হন হাফিজ। কিন্তু সেই রিপোর্টে আস্থা রাখতে পারেননি পাকিস্তানি অলরাউন্ডার। পরেরদিন নিজ তাগিদে পুনরায় পরীক্ষা করান তিনি। তাতে ফল আসে নেগেটিভ।
বিষয়টি নিয়ে পিসিবি’র সঙ্গে তার মনোমালিন্যও হয়। দ্বিতীয় দফার পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসায় হোম কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি জানান হাফিজ। বিষয়টি নিয়ে তিনি বোর্ডের কাছে সমালোচিতও হন। কিন্তু শুক্রবার (২৬ জুন) পিসিবির পক্ষ থেকে করোনা আক্রান্ত ক্রিকেটারদের পুনরায় পরীক্ষা করা হয়। তাতে হাফিজের রিপোর্ট আসে পজিটিভ।
ইতোমধ্যে ৩৯ বছর বয়সী তারকাকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে পিসিবি। কোনো প্রকার শৃঙ্খলা ভঙ্গ হলে তার বিরুদ্ধে ডিসপ্লিনারি অ্যাকশনও নেওয়া হবে জানিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।