মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বি এইচ এম কবির আহমেদ নির্বাচিত
মতলব দক্ষিণ সংবাদাতা :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে বেসরকারী ফলাফলে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বি এইচ এম কবির আহমেদ বিজয়ী হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বি এইচ এম কবির আহমদ ১ লাখ ৪ হাজার ৪শ ২৭ ভোট পেয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্ধী বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এম এ শুক্কুর পাটোয়ারী ধানের শীষ প্রতীক নিয়ে ২ হাজার ৮শ ১০ ভোট পেয়েছেন। তিনি নির্বাচন প্রচাারণার শেষ দিনে প্রেস রিলিজের মাধ্যমে নির্বাচন বয়কট করেছিলেন।
জানা যায়, নির্বাচনে ৫৭ টি কেন্দ্রে ১ লাখ ৭৩ হাজার ১শ ৮১ জন ভোটার ছিল। চলতি বছরের ১২ মার্চ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম গিয়াস উদ্দীনের মৃত্যুতে পদটি শূন্য হয়।
নির্বাচনের রিটার্ণিং অফিসার মোজাম্মেল হোসেন বলেন, উপজেলা উপ- নির্বাচন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তি শৃঙ্খল পরিবেশে সমপন্ন হয়েছে। এজন্য আমি রাজনৈতিক দল, ভোটার ও আইন শৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন কাজে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এদিকে বিজয়ী প্রার্থী বি এইচ কবির আহমদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমার এ বিজয়, জনগণের বিজয়। আমি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে মাদক নির্মূলে সচেষ্ট থাকবো। আমি যেন সততার সাথে দায়িত্ব পালন করতে পারি এজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।