গাজীপুরে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার , গাজীপুর :
গাজীপুর পোড়াবাড়ি ইপসা গেট ও রাজদিঘীর পাড় এলাকা থেকে দুই নবজাতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। জানা যায় মৃতদেহ দুইটি একদিন বয়সী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর শহরের রাজদিঘীরপাড় এলাকায় কাগজের কার্টনের ভেতর কাপড়ে মোড়ানো এক মেয়ে শিশুর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি ইপসা গেট সংলগ্ন ময়লার স্তুপে আরেক কন্যা শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পরিদর্শক (তদন্ত) রাফিউল কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহ দুটি বয়স একদিন হবে। এ বিষয়ে তদন্ত চলছে।
Recent Posts