প্রেমিকার সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের হাজীগঞ্জে মহিন উদ্দিন (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে ৯নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের তালুকদার বাড়ির মৃত আবদুল হাশেমের ছেলে।শনিবার সকালে তার মৃত দেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার রাতে মহিন উদ্দিন কীটনাশক জাতীয় কিছু পান করে। পরে তাকে চিকিৎসার জন্য আলীগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শনিবার ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
পারিবারিকভাবে দাবি করা হয়, প্রেমিকার সঙ্গে অভিমান করে মহিন উদ্দিন আত্মহত্যা করেছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবদুর রশিদ জানান, সকালে মহিন উদ্দিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।