ফরিদগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান
কামরুজ্জামান:
করোনা সচেতনতা সৃষ্টি ও সড়ক দুর্ঘটনা রোধে ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকরা হয়েছে। ২৬ ডিসেম্বর রোববার দুপুরে উপজেলার চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কে ফরিদগঞ্জ টিএণ্ডটি মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় মাস্ক ব্যবহার না করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৯টি মামলায় ৮হাজার ২শ টাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় গাড়ির ফিটনেস ও গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৭টি মামলায় ৩ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়।
এই বিষয় সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার জানান, সড়কে দূর্ঘটনা রোধে ও করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহারে সচেতনতায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Recent Posts