মেঘনায় লঞ্চ বিকল : আধঘন্টা পর সচল
চাঁদপুর প্রতিনিধি:
মেঘনা নদীর গজারিয়া এলাকায় চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি সোনারতরী-২ লঞ্চটি প্রায় ৪শ যাত্রী নিয়ে বিকল হয়েছে। যদিও আধঘন্টা পর আবার সচল হয়ে ঢাকার উদ্দেশ্যে লঞ্চটি ছেড়ে গেছে। শুক্রবার সকাল ৯টা দিকে লঞ্চটি বিকল হয়। অবশ্য সাড়ে ৯টায় ঠিক হয়ে যায়।
লঞ্চের যাত্রী আশিক-বিন রহিম জানান, সকাল ৯টা ২০ মিনিটে চাঁদপুর বিকল্প লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে মেঘনা নদীর চাঁদপুর ও মুন্সিগঞ্জ এর সীমান্তবর্তী এলাকায় গজারিয়ায় লঞ্চটি বিকল হয়। তবে তাদের ব্যক্তিগত মেকানিক দিয়ে মেরামত করা হয়।
লঞ্চের সুপার ভাইজার আব্বাস উদ্দীন বলেন, পানির নিচে থাকা লঞ্চের পাখার একটি নাট লুজ হয়ে প্রফেলারটি ফ্রি যাওয়ায় লঞ্চটি সামনের দিকে অগ্রসর হচ্ছিল না। তবে সমস্যা সমাধন হয়ে গেছে।
breast enhancement / weight loss / details skintagsremovalguidess.com / brain enhancing drugs / enhanced male