চাঁদপুরে বিএনপি’র ছয় কর্মী আটক
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুর সদর ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছয় বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল ১১টা
online pharmacy percocetviagrahttp://viagra24onlinepharmacy.com/viagra24onlinepharmacy.comlevitra oral jelly medhttp://pharmacy-online-canada24d.com/
পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে চাঁদপুর সদরে চার ও কচুয়া থেকে দুইজনকে আটক করা হয়। পুলিশ জানায়, অবরোধে নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে। এছাড়া তাদের বিরুদ্ধ পূর্বেরও নাশকতার মামলা রয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চত করেছেন।
Recent Posts