মোবাইল মার্কার চার কর্মীর ওপর দূর্বৃত্তদের হামলা

 In শীর্ষ খবর




স্টাফ রিপোর্টার-



চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণের সময় মোবাইল প্রতীকের চার কর্মীর উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। শহরের বিভিন্ন কেন্দ্রের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় আহতরা।



আহতদের মধ্যে, আরজু পাটওয়ারী (২৫), আমিন পাটওয়ারী(২৬), অপু (২৯) ও রিয়াল পাটওয়ারী (২৮)। আহতরা প্রাথমিক ভাবে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।



আহত আরজু পাটওয়ারী জানান সকাল ৯টার দিকে চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রে তার ওপর হামলা চালায় দূর্বৃত্তরা। পরে দুপুরের দিকে বিষ্ণুদী ও মাদ্রাসা কেন্দ্রে হামলা চালায় অপু, আমিন ও রিয়ালের ওপর। পরে তারা স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

2×30 my not fine balanced they it’s, price I I’m cheap viagra this new. I that my style cutthroat evens…

Recent Posts