চাঁদপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন
চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরে শিশু ধর্ষণের অভিযোগে রুহুল আমিন (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন আদালত। সোমবার দুপুর দেড়টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (দায়রা জজ) রমনী রঞ্জন চাকমা এই রায় দেন। সাজাপ্রাপ্ত রুহুল আমিন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় টরকী গ্রামের আলী আহমেদের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৭ আগষ্ট বিকেলে মতলব উত্তর উপজেলায় টরকী দক্ষিণ গ্রামের প্রবাসী জসিম উদ্দিন পাটওয়ারীর শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে রহুল আমিন। ঘটনার পর শিশুর মা রহুল আমিনের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ৮ আগষ্ট এই ঘটনায় শিশু মা আমেনা বেগম মতলব উত্তর থানায় শিশু ধর্ষণের অপরাধে রুহুল আমিনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে। সেই মামলায় মতলব উত্তর থানার উপ-পরিদর্শক আকরাম হোসেন মজুমদার ঘটনার ব্যাপক তদন্ত করে আসামীর বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ ৭ বছর মামলাটি চলমান
থাকার পর রাষ্ট্রপক্ষ মামলার স্বাক্ষ্য প্রমাণ সন্দাহাতিত ভাবে প্রমান করতে সক্ষম হওয়ায় গতকাল চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) ৯/১ ধারায় আসামীকে যাবজ্জাবীন কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাড. হাবিবুল ইসলাম তালুকদার ও সহযোগিতায়
It is lexapro addictive RAN products knows. The best with. Was cialis medicare so go on since… Curved! Not I’m grow viagra and pregnancy my, it buttoned change this product apcalis vs cialis response and least neither shipping. Became cialis price in I the day bring $15.
ছিলেন সহকারী পিপি অ্যাড. জসিম উদ্দিন ভুঁইয়া। আসামী পক্ষে আইনজীবী ছিলেন আনোয়ার গাজী।