চাঁদপুরে লাইন্সেস বিহিন অটো রিস্কা ও রিস্কার উপর অভিযান

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর




শাহরিয়ার খাঁন কৌশিক ॥



চাঁদপুরে লাইন্সেস বিহিন অটো রিস্কা ও রিস্কার উপর ভ্রাম্যমান অভিযান চালিয়ে পৌরকর্তৃপক্ষ। গতকাল বুধবার শহরের প্রধান প্রধান সড়কে এই অভিযান চালিয়ে শতাধিক অটোরিক্সা ও রিক্সা আটক করা হয়েছে। জানাযায়, মাত্রারিক্ত সিএনজি, রিক্সা ও অটোরিক্সা বেপরোয়া ভাবে সড়কগুলোতে চালানো কারনে যানযট ও দুর্ঘটনা ঘটছে। লাইন্সেস বিহিন শতশত রিক্সা ও অটো রিক্সা অটোরিক্সা শহরের প্রধান প্রধান সড়কে চলাচল করায় যানযট দিন দিন বেড়েই যাচ্ছে।



মূলত যানযট নিরসনের লক্ষ্যে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের নির্দেশে কর্মকর্তা ও কর্মচারীরা যানবাহনের উপর অভিযান পরিচালনা করেন। শহরের নতুনবাজার, কালীবাড়ি, বাসষ্ট্যান্ড, পালবাজার ব্রিজের গোড়ায়, পুরানবাজার বিজ্রের গোড়া, লোহারপুল এলাকায় এই অভিযান পরিচালনা হয়েছে। এই সময় সিএনজি চালিত অটোরিক্সা, ব্যাটারী চালিত অটোরিক্সা ও রিক্সাগুলোর উপর অভিযান চালায়। যেসকল যানবাহন পৌরকর্তৃপক্ষের কাছ থেকে লাইন্সেন নেয়নি শুধুমাত্র সেগুলো আটক করা হয়েছে। অভিযান পরিচালনার সময় পৌর কর্তৃপক্ষের সাথে চালকদের বাগবিদন্ড সৃষ্টি হতে দেখা যায়। কিছু দালালচক্র রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে লাইন্সেন বিহীন আটককৃত যানবাহন গুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। অভিযান পরিচালনার সময় দায়িত্বে থাকা পৌরকর্মকর্তারা জানায় যে সকল যানবাহনগুলো লাইসেন্স নেই সেগুলোকে নতুন করে লাইন্সেন দেওয়া হবে না। সেগুলো পৌর এলাকার বাহিরে চলাচল করবে। কারণ লাইন্সেন বিহীন শতশত যানবাহন চলাচলের কারণে প্রতিদিন দুর্ঘটনার স্বীকার হয়ে সাধারণ মানুষ আহত হয়েছে। এছাড়া যানযট নিরসনের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে যাতে করে লাইন্সেন বিহীন যানবাহন পৌর এলাকায় চলাচল করতে না পারে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

Recent Posts

Leave a Comment