পুলিশের উপস্থিতিতে দু’ গ্রুপের মধ্যে মারামারি
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
আহতরা জানায় শহরের কালী বাড়ি এলাকায় রজনীগন্ধা সুপার মার্কেটের নিটে এপেক্স জুতার শো-রুমের মালিক সাব্বির গাজী ক্ষমতার প্রভাব খাটিয়ে পুলিশের উপস্থিতিতে এ ভাবে হামলা চালিয়ে আহত করে। সাব্বির গাজী বালিয়া ইউনিয়নে গাজী বাড়ির মাত্র ২ শতাংশ জায়গা দাবী করে দখলের জন্য এ ঘটনা ঘটিয়েছে। এছাড়া বাচ্চু গাজী জায়গা ছেড়ে না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
মডেল থনায় সালিশী বৈঠকে হামলার ঘটনা উপলদ্ধি করে এস আই ওমর ফারুক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাৎক্ষণিক উভয় পক্ষকে বিভিন্ন যুক্তির মাধ্যমে মিলিয়ে দেয় ও জায়গার সমস্য সমাধান করে
দিবে বলে উভয় পক্ষকে আশ^াস্থ করে। মডেল থানায় শালিশী বৈঠকে পুলিশের উপস্থিতিতে এধরনের ঘটনা পূর্বে কথনো হয়নি বলে জানা যায়।